Channel Avatar

SA Media TV @UCoPOAGpebccydwSe7B805QA@youtube.com

180K subscribers

“SA Media TV” is bangla islamic-based Youtube channel in Ban


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

SA Media TV
Posted 4 months ago

মুফতি আমির হামজা ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা,
ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

2.4K - 58

SA Media TV
Posted 4 months ago

মুফতি আমির হামজাকে নিয়ে লেখার মতো কোনো ইচ্ছেই আমার ছিলো না।
তাঁকে আমি খুব কাছে থেকে জানি। তার অতি সরলতা এমনকি প্রায় বোকামির পর্যায়ের অনেক বিষয়ে বিরক্তও হয়েছি।
তিনি যোগ্য প্রার্থী কিনা? ভোটের মাঠে জনপ্রিয় শক্তিশালী বিএনপি প্রার্থীকে মোকাবিলায় তার জনপ্রিয়তা,প্রভাব কাজে দিবে কি না?সংসদে গেলে কি করবেন? এসব নিয়ে আমি আলাপ করতে চাই না।

কিছু এক্টিভিস্টের অতি নোংরামি একটি ন্যারেটিভ ক্রিয়েট নিয়ে বলতেই হচ্ছে। সেটা না বললে একজন মাজলুমের প্রতি অবিচার হয়ে যাবে।

আমির হামজার কিছু কৌশলগত বক্তব্যেকে চেরিপিক করে পোস্ট করে বুঝানো হচ্ছে। তিনি লীগের পারপাস সার্ভ করেছে।
১ লক্ষ টাকা দিবো আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন।
আপনি হাতেগোনা ৪-৫ টা এমন বক্তব্য পাবেন। তাও সেটা কৌশলগত।
অন্যদিকে আমি আপনাকে ১০০ বক্তব্য দিবো যেখানে সে লীগের বিরুদ্ধে কঠিন সময়ে হামলা,মামলা মাথায় নিয়ে দুঃসাহসের সাথে ময়দানে বক্তব্য দিয়ে বেড়িয়েছে।

তিনি লীগের বিরুদ্ধে যেভাবে ব্যাপক ও কঠোর সমালোচনা করতেন ২০১৫-২০২০ সাল তার দ্বিতীয় সমকক্ষ কাউকে দেখাতে পারবেন না।

সে এলিট বা আরবান মিডল ক্লাসদের জন্য যথাযথ বক্তা নন। কিন্তু প্রান্তিক ও জেলা পর্যায়ের লক্ষ লক্ষ মানুষের মাঝে লীগ বিরোধী ন্যারেটিভ ক্রিয়েট করেছে বক্তব্যর মাধ্যমে যখন রাজনৈতিক নেতারা পর্যন্ত ঠিকমতো কথা বলার সাহস করেনি।

তিনি অসংখ্যবার লীগের বিরুদ্ধে কথা বলায় মঞ্চে লীগের হামলার শিকার হয়েছেন। পালিয়ে জানে বেচেছেন। আমি সাক্ষী দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিলো প্রশাসন থেকে। তিনি বলেছেন মরলে দেশে মরবো বাইরে যাবো না। তারপরই ১ হাজার দিন জেল খেটে আসলো।
আজকে বলতে বাধ্য হলাম ওনার মতো একজন মানুষের লিঙ্গে কারেন্ট শক পর্যন্ত দেওয়া হয়েছে। মাথায় তো দেওয়া হয়েছেই।

তার হাসিনার বিরুদ্ধে এমন এমন বক্তব্য পাবেন যা আপনিও বলার সাহস রাখতেন না। আর তিনি সেটা বলেছে কঠোর গোয়েন্দা তৎপরতায়, পুলিশকে সামনে রেখে ও লীগের প্রভাবশালী নেতাদের সভাপতির চেয়ারে রেখে।

এই আমির হামজারায় প্রান্তিক মানুষদেরকে ফ্যাসিস্ট বিরোধী বানিয়েছে ১৩-২৪ সাল। তাদের অন্য অযোগ্যতার কারণে এসব অবদানকে বিলুপ্ত কইরেন না। বড় জুলুম হবে।

#পুনশ্চঃ তার উল্টাপাল্টা বক্তব্য নিয়ে আমরাও বিরক্ত। কিন্তু একটা ভুল দিয়ে অন্য ক্রেডিট ঢেকে দেওয়া তো লজিক্যাল না। সেটা ফ্যালাসি।

ভোট দিবে কুষ্টিয়ার প্রান্তিক মানুষেরা। ঢাকার এলিট বা আমাদের মতো বুদ্ধিজীবীরা না। এই পয়েন্টটা নিয়েও যথেষ্ট চিন্তাভাবনা করার আছে।

এদেশে কাজী নজরুল ইসলামও ভোটে ফেল করেছিলো।
গনতন্ত্র আসলে মূর্খের শাসন। সেটা ঠিক না হলে এই যোগ্য, অযোগ্য আলাপে সাসটেইনেবল কাজ কোনোদিনই হবে না।

✍️: মোঃ মাসুদ রানা
অনলাইন একটিভিস্ট

710 - 28

SA Media TV
Posted 4 months ago

আলহামদুলিল্লাহ,
মনোনীত এম পি পদপ্রার্থী।
(কুষ্টিয়া সদর -৩ ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি পদপ্রার্থী হলেন......
বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা🤲

854 - 35

SA Media TV
Posted 7 months ago

আহলান সাহলান
মাহে রমজানের শুভেচ্ছা।

রমাদান মুবারাক 🌙

549 - 4

SA Media TV
Posted 8 months ago

মুফতী আমির হামজা ভাই অসুস্থতার কারণ আজকে থেকে ৮ তারিখ পর্যন্ত মাহফিল স্থগিত।

1.2K - 20

SA Media TV
Posted 8 months ago

আলহামদুলিল্লাহ, আমরা এখন ১ লাখ সাবসক্রাইবারের পরিবার...
আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ
১ লাখ সাবসক্রাইবার উপলক্ষে SA Media Tv এর প্রত্যেকটা সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন❤️
আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর, এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য❤️
আশাকরি আপনারা আমাদের সাথে থাকবেন।
জাজাকাল্লাহ খাইরান❤️

627 - 16

SA Media TV
Posted 9 months ago

আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদী জনতা।

আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি,ক্ষমা প্রার্থনা করছি।

আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি। যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন।
ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক? নাকি ভিন্ন বাস্তবতা আছে?

সম্প্রতি সি-রি-য়া-র কারাগার থেকে মুক্ত বন্দিদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলেগেছে।
ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জেনিং করা হয়েছে। বাকী নির্যাতনের কথা আর না বলি।
আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারিরীক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না।
নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলেছে।
আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক। সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়েকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিলো। ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এতো মাহফিল কেনো করছি?

সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাড়ান ভাই প্লিজ! তারপর ভাবুন।
খোলামেলা আপনাদেরকে বলছি, জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বি এন পির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকুয়েষ্ট করে তখন আমার কি করার থাকতে পারে বলুন?
শুধুমাত্র ভি.আই.পিদের রিকুয়েষ্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলা দায়িত্বশীল ও আত্মীয়স্বজনদের রিকুয়েষ্ট রাখাও সম্ভব হয় না।
অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরো ত্বরান্বিত করেছে। তার একটি প্রেসার অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আজহারী ভাই দেশে না থাকায় আরো একটি চাপ সাথে যুক্ত হয়েছে।

সবমিলিয়ে যথাযথ শারিরীক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি। যার ফলেই মাঝেমধ্যে এমন ত্রুটি,ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে।

আমি আবারো বলছি আমি সুস্থ না। অন্যদিকে বাস্তবতার শিকার। যেখানে সুস্থ মানুষের পক্ষেই এতো প্রোগ্রাম, জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মত অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন।

আমি আপনাদের কাছে আবারো ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুলভ্রান্তি গুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ কইরেন না দয়া করে।
আমি কথা দিচ্ছি, পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সাথে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দিবো।

বিশেষ দোয়াপ্রার্থী
আমির হামজা।

266 - 5

SA Media TV
Posted 11 months ago

আজকের সকালে পঞ্চগড়ে...দেখুন👇
https://youtu.be/qNeB2r0TDPI?si=gsXC7...

1.1K - 5

SA Media TV
Posted 1 year ago

আলহামদুলিল্লাহ!শ্রদ্ধেয় ভাই মুফতি আমীর হামজার তৃতীয় কন্যা সন্তান( হাফসা জান্নাত) দুনিয়াতে এসেছেন।সকলেই নবাগত সন্তান ও তার মায়ের জন্য জন্য দোয়া করবেন।❤️

458 - 11