যদিও জীবন দুলছে ঘড়ির কাটায়
যে কোন সময়
থেমে যেতে পারে জীবন
তবু থামে না কখনো সময়!
চোখের সামনে পাল্টে যাচ্ছে
ফ্যাকাশে হচ্ছে রঙিন পৃথিবী
পুরোনো স্মৃতি যেন ক্ষুধার্ত পাখি
ঠুকরে; খায় বুকের গভীর!
অবিরাম ছুটে যায় সময়
কখনো থামে না গতি
মুহুর্তগুলো কেড়ে নেয়
রেখে যায় শুধু স্মৃতি।
0 - 0
23 May 2016