কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট আপীলেট ট্রাইব্যুনাল- যদি কোন ব্যাক্তি কমিশনার অথবা কমিশনার (আপীল) কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত অথবা আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হন তবে তিনি কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট আপীলেট ট্রাইব্যুনালে আপীল দায়ের করতে পারেন।
0 - 0
ট্যাক্সেস আপীলেট ট্রাইব্যুনাল-
যদি কোন করদাতা যুগ্ম আপীল কমিশনার অথবা কমিশনার (আপীল) প্রদত্ত আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় তবে তিনি ট্যাক্সেস আপীলেট ট্রাইব্যুনালে আপীল দায়ের করতে পারেন।
#highlight
#taxesappellatetribunal
0 - 0
দখলনামা কাকে বলে?
দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন তাকে দখলনামা বলে।
সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন। কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন তাকেও দখলনামা বলা হয়।
#দলিল
#property
#highlight
6 - 5
দলবদ্ধভাবে ধর্ষণ: ধারা ৯(৩)
দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর শাস্তি হলো- দলের প্রত্যেক ব্যক্তির মৃত্যুদন্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং কমপক্ষে ১ লক্ষ টাকা অর্থদন্ড।
#law
#narioshishunirjatandamanain
#childrape
0 - 0
Kinds of Precedents:
There are 3 types of Precedents-
1. Declaratory and Original Precedents,
2. Authoritative and Persuasive Precedents,
3. Absolute and Conditional precedents.
#precedent
#highlight
1 - 0
হেবা দলিল বাতিলের নিয়মঃ
১) সম্পত্তির দাতা বা মালিকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অর্থ প্রদান।
২) যদি সে কোন প্রকার ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে আমল সম্পাদন করে।
৩) দাতা মানসিকভাবে বিকৃত বা অসুস্থ হলে হেবা কাজটি কৌশলে করা হয়।
৪) হেবা দলিলের ৩টি শর্তের যে কোনো একটি মেনে চলতে ব্যর্থ হওয়া।
৫) সম্পত্তি হস্তান্তর বা দখলের আগে দাতার মন পরিবর্তন হলে।
৬) দখল হস্তান্তরের পূর্বে দাতা-উপভোগীর কেউ মারা গেলে।
৭) সম্পত্তি দাতার দখলে না থাকলে।
কখন দলিল বাতিল করা যায় নাঃ
১) দাতা-গ্রহীতার সম্পর্ক যদি স্বামী বা স্ত্রী হয়।
২) দখল হস্তান্তরের পর সুবিধাভোগী মারা যায়।
৩) দাতা এবং প্রাপকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে।
৪) রিসিভার দ্বারা হেবা সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে।
৫) সম্পত্তির অবসান বা ধ্বংস বা সম্পত্তির আকার সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে।
৬) সম্পত্তির দাম হঠাৎ বেড়ে গেলে।
#হেবা_দলিল
#হেবা_দলিল_বাতিলের_নিয়ম
#SRACT
#highlight
1 - 0
পর্চা কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার আগে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমি মালিকদের দেয়া হয় তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শুনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।
#highlight
#landlaw
3 - 0
হেবা বা দানপত্র দলিল কি শর্ত সাপেক্ষে বাতিল করা যায়?
Transfer Property Act 1882 এর Sec-126 অনুযায়ী দানপত্র দলিল প্রত্যাহার বা স্থগিত বিষয়ে আলোচনা করা হয়েছে। Sec-126 এ বলা হয়েছে যে :
১)দাতা ও গ্রহীতাগনের সম্মতি প্রদান সাপেক্ষে পক্ষগনের ইচ্ছার উপর নির্ভরশীল নয় এমন কোন ঘটনা ঘটলে সে ক্ষেত্রে হেবা বা দান প্রত্যাহার করা যেতে পারে।
২)দাতা ও গ্রহীতা যদি এই মর্মে সম্মত হন যে, দাতার ইচ্ছা অনুযায়ী দানটি প্রত্যাহারযোগ্য তবে উক্তদানটি দাতা যে কোন সময় বাতিল করতে পারেন।
৩)চুক্তি ক্ষেত্রে যে সকল কারনে চুক্তি বাতিল হয়, ঠিক সে কারনে ও দান বাতিল হতে পারে।
Sec-31 অনুযায়ী, শর্ত সাপেক্ষে কোন অনিশ্চিত ঘটনা ঘটলে বা না ঘটলে সেই ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল বাতিল হতে পারে।
#highlight
#civilcase
1 - 0
কোন Court এ Civil মামলা করা যায়?
Supreme Court এর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ও দেওয়ানি মামলা পরিচালিত হয়। তবে নিম্ন আদালতে (lower court) মামলার রায়ের পর কেবল উচ্চ আদালতে appeal অথবা revision পরিপ্রেক্ষিতে মামলা পরিচালিত হয়।
1. জেলা জজ আদালত
2. অতিরিক্ত জেলা জজ আদালত
3. যুগ্ম জেলা জজ আদালত
4. সিনিয়র সহকারী জজ আদালত
5. সহকারী জজ আদালত
#highlight
#cpc
4 - 0
পারিবারিক মামলার ক্ষেত্রে কি কি কাগজপত্র দরকার হয়-
১। কাবিননামা
২। তালাকনামা (যদি থাকে)
৩। NID/জন্ম নিবন্ধন সনদ
৪। বাচ্চার NID/জন্ম নিবন্ধন সনদ (যদি থাকে)
৫। 2nd/3rd বিয়ের কাবিননামা (যদি থাকে)
#highlight
#familylaw
1 - 0
Welcome to the official YouTube channel of Sadia's Doctrine. This is a law relating You Tube channel where people can get an idea about laws and justices. This channel will be helpful to the students, advocates, BJS exam candidates, law exams. This channel delivers the doctrine of laws and also help in drafting legal matters.
Sadia's Doctrine upload the videos both in Bangla and English languages for better understanding.
#Law and Justice #law #legal
#drafting # Sadia's Doctrine
Contact me : +8801531550082
Joined 21 February 2022