in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
আল্লাহ তাআলা বলেন, তোমরা অকৃতজ্ঞতা ও বিদ্রোহাচরণ করে নাও। তোমরা ক্ষণস্থায়ী পৃথিবীর জীবন উপভোগ করে পরিশেষে তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে হবে, তখন আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্মের দস্ত্তরমত শাস্তি দেব।
2 - 0
✨হালাল রিজিক লাভের দোয়া
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَذُنُوبِيْ كُلَّهَا، اَللَّهُمَّ انْعِشْنِيْ وَأَحْيِنِيْ وَارْزُقْنِيْ وَاهْدِنِيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ، إِنَّهٗ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَا إِلَّا أَنْتَ.
আল্লা-হুম্মাগ-ফির লি খাত্বা-ইয়া-ইয়া ওয়া যুনূবি কুল্লাহা-, আল্লা-হুম্মান ‘ইশ্নী ওয়া আহ্য়ীনি ওয়ারযুক্বনী ওয়াহদিনী লিস্বা-লিহিল আ’মা-লি ওয়াল আখলাক্বি, ইন্নাহু লা- ইয়াহদি লিস্বা-লিহিহা ওয়ালা- ইয়াছরিফু সায়্যিয়াহা- ইল্লা- আনতা।
হে আল্লাহ, আপনি আমার সকল গুনাহ্ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে উচ্চ মর্যাদা দান করুন। আমাকে উত্তম জীবন ও হালাল রিজিক দান করুন। উত্তম কাজ ও উন্নত আখলাকের দিকে পরিচালিত করুন। নিশ্চয় আপনি ছাড়া কেউ নেক কাজ ও উত্তম আখলাকের দিকে পরিচালিত করতে পারে না। মন্দ কর্ম ও নিকৃষ্ট চরিত্র থেকে আপনি ছাড়া অন্য কেউ রক্ষা করতে পারে না।
রেফারেন্স: হাসান। সহিহুল জামে' ১৬৭৭
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
✨ নবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়া
اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلَاغُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
আল্লা-হুম্মা ইন্না নাস’আলুকা মিন খইরি মা- সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া নাউ’যুবিকা মিন শার্রি মাস্তাআ-‘যা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আন্তাল মুস্তা‘আ-নু ওয়া ‘আলাইকাল বালা-‘গ ওয়ালা- হাওলা ওয়ালা- ক্বুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ
হে আল্লাহ্! আমরা তোমার কাছে সেই কল্যাণ চাই, যা তোমার কাছে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) চেয়েছেন; তোমার কাছে সেই অনিষ্ট থেকে আশ্রয় চাই, যা থেকে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) আশ্রয় চেয়েছেন; কেবল তোমার কাছেই আশ্রয় পাওয়া যায়, (বার্তা) পৌঁছে দেওয়াই তোমার কাজ৷ আল্লাহ্ ছাড়া কারও কোনও শক্তি-সামর্থ্য নেই।
আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (একবার) আল্লাহ্র রাসূল (ﷺ) অনেক দোয়া করেন, যার কিছুই আমরা মুখস্থ করতে পারিনি। আমরা বলি, হে আল্লাহ্র রাসূল (ﷺ) আপনি অনেক দোয়া করলেন, কিন্তু আমরা তো এর কিছুই মুখস্থ করতে পারিনি! তখন নবী (ﷺ) বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেবো না, যাতে এর সব কিছুই অন্তর্ভুক্ত থাকবে? (সেটি হলো) তুমি বলবে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্স: হাসান (আশ-শাওকানী)। তুহফাতুয যাকেরীনঃ ৪৮৯
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
দোয়া নংঃ ৮২১ - ঈমানের ওসিলায় প্রার্থনা করা
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।
রেফারেন্স: সূরা আল-ইমরানঃ ৩:৫৩
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
দোয়া নংঃ ৮১৯ - হেদায়তের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।
রেফারেন্স: সূরা আল-ইমরানঃ ৩:৮
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
দোয়া নংঃ ৮৫৯ - আদম (আঃ) এর দোয়া
আল্লাহ্ তা'আলা বলেন -
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
হে আমাদের রব, আমরা নিজদের উপর যুলম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
রেফারেন্স: সূরা আল-আ'রাফ ৭:২৩
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
দোয়া নংঃ ৯৮ - কারো সাথে দেখা হলে
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ
আপনার উপর আল্লাহ্র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক
এক লোক নবী (ﷺ) এর নিকট এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম। তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ দশ নেকি! এরপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হ। নবী (ﷺ) অনুরূপ জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেন, বিশ নেকি! অতঃপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ। নবী (ﷺ) তারও জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ ত্রিশ নেকি।
রেফারেন্স: সহিহ। আবূ দাঊদঃ ৫১৯৫
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
দোয়া নংঃ ৮৯৩ - নবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়া
اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلَاغُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
আল্লা-হুম্মা ইন্না নাস’আলুকা মিন খইরি মা- সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া নাউ’যুবিকা মিন শার্রি মাস্তাআ-‘যা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আন্তাল মুস্তা‘আ-নু ওয়া ‘আলাইকাল বালা-‘গ ওয়ালা- হাওলা ওয়ালা- ক্বুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ
হে আল্লাহ্! আমরা তোমার কাছে সেই কল্যাণ চাই, যা তোমার কাছে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) চেয়েছেন; তোমার কাছে সেই অনিষ্ট থেকে আশ্রয় চাই, যা থেকে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) আশ্রয় চেয়েছেন; কেবল তোমার কাছেই আশ্রয় পাওয়া যায়, (বার্তা) পৌঁছে দেওয়াই তোমার কাজ৷ আল্লাহ্ ছাড়া কারও কোনও শক্তি-সামর্থ্য নেই।
আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (একবার) আল্লাহ্র রাসূল (ﷺ) অনেক দোয়া করেন, যার কিছুই আমরা মুখস্থ করতে পারিনি। আমরা বলি, হে আল্লাহ্র রাসূল (ﷺ) আপনি অনেক দোয়া করলেন, কিন্তু আমরা তো এর কিছুই মুখস্থ করতে পারিনি! তখন নবী (ﷺ) বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেবো না, যাতে এর সব কিছুই অন্তর্ভুক্ত থাকবে? (সেটি হলো) তুমি বলবে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্স: হাসান (আশ-শাওকানী)। তুহফাতুয যাকেরীনঃ ৪৮৯
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
0 - 0
দোয়া নংঃ ৫২২ - অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #১
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
আ‘উযু বিল্লা-হি মিনাশ্ শাইত্বা-নির রাজীম
বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “শয়তান তোমাদের কারও কারও কাছে এসে বলে, ‘এটি কে সৃষ্টি করেছে? ওটি কে সৃষ্টি করেছে?' একপর্যায়ে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছে?' ওই পর্যায়ে পৌঁছে গেলে, সে যেন বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্স: বুখারীঃ ৩২৭৬
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
1 - 0
"Love Your Deen" is a captivating and inspiring YouTube channel that aims to spread love, knowledge, and appreciation for one's faith, specifically focused on the Islamic faith. With an emphasis on fostering a deep connection with Islam, this channel provides a diverse range of content that engages viewers of all ages and backgrounds.