بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,🫡
দাওয়াহ চ্যানেলে আপনাদের স্বাগতম।❤️🤝
আমার উদ্দেশ্য হলো একমাত্র মহান আল্লাহকে খুশি করা, এবং সবাইকে ইসলামের দাওয়াত দেওয়া। নবী ও রাসূলগনের হাদিসগুলো সবার মাঝে প্রচার করা এবং নবীর তরিকায় চলার জন্য সবাইকে আহ্বান জানানো। 🧐🥰
হাদিস শরিফে রাসুলুল্লাহ (সাঃ) বলেন," তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। "(জামে তিরমিযি)।🎈📩
বিদায় হজের ভাষনে মহানবী (সাঃ) -এর সর্বশেষ বাক্য ছিল, তোমরা যারা উপস্থিত রয়েছে তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও।( সিরাতে ইবনে হিশাম)।🎈✨
পৃথিবীর ইতিহাসে কেউ কারো জন্য এত কাঁদেনি।হজরত মুহাম্মদ (সাঃ) তার উম্মতের জন্য যতটা কেঁদেছেন।সুবহানাল্লাহ 😭🤍।
দীন প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খায়রান।
আল্লাহ যেন এই যাত্রাই কামিয়াবী দান করেন। আ-মিন❤️🤲🤲।