প্রতিবছর গড়ে প্রায় ৫ লক্ষ বাংলাদেশি জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। পাশাপাশি, প্রতিবছর প্রায় ২.৫ লক্ষ মানুষ হজ্জ্ব ও উমরা পালন করতে যান। দুঃখজনক হলেও সত্যি যে, শুধুমাত্র আরবিতে বেসিক কথাবার্তা বলতে না পারার কারণে, মধ্যপ্রাচ্যে যে বাঙ্গালী প্রবাসিরা আছেন, তারা অনেক ভালো সুযোগ হারান, অনেক দুঃখ-দুর্দশায় জর্জরিত হন। একই সাথে, যারা হজ্জ্ব-উমরা বা বেড়ানোর উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে যান, তারাও আরবিতে কথা বলতে না পারার কারণে, হয়নারির শিকার হয়, বিড়ম্বনায় পড়েন। যদি আরব দেশগুলোতে যাওয়ার আগে বেসিক আরবিতে কথা বলা শিখে যান, তাহলে কর্ম ও ভ্রমণ হবে আরও সহজ, আরও সাবলীল #আরবি_ভাষা #ভাষা_শিক্ষা
Joined 22 December 2020