এই পৃথিবীর তাড়া-তাড়ির মাঝে, কেউ কি আছে—আল্লাহকে ভালোবেসে একটুখানি থামে?
আমরা থেমে গেছি। কলম হাতে নিয়েছি, ক্যামেরা চালু করেছি… কারণ আমাদের হৃদয় বলে — মানুষ জানুক, আল্লাহ এখনো ডাকেন।
"ইসলামের পথে এসো 86" কোনো ব্যবসা নয়, কোনো বিনোদনের বাজার নয় —
এটা এক টুকরো দাওয়াত,
এটা কিছু চোখের পানি,
এটা কিছু শব্দ, যেগুলো বুলেটের মতো নয়, বরং আলোর মতো চলে হৃদয়ে।
আমরা চেষ্টা করি—
▪ কুরআনের আয়াতকে জীবনের গল্পে রূপ দিতে,
▪ হাদীসের আলোকে মানুষকে জাগাতে,
▪ আর এই অন্ধকার সময়েও একটা দীপ্ত জোনাকি হয়ে উঠতে।
এখানে লাভ নেই, আছে শুধু দোয়া।
এখানে ক্লিক নেই, আছে শুধু কাঁদা চোখের শান্তি।
আসুন, একসাথে হাঁটি—ইসলামের পথে। 🌙