Channel Avatar

Explorer Shibaji @UC2ZlZqXygcTCTlf5oNU_nfg@youtube.com

728K subscribers

Travel, food, music and fun Hey, welcome!!! Thanks for showi


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Explorer Shibaji
Posted 58 minutes ago

এই মুহূর্তে দিল্লী এয়ারপোর্ট এ বসে আছি, আজ দুপুরে ঠিক 12 টা বেজে 20 মিনিটে যে ফ্লাইট এ চেপে বসব, তা আমাদের নিয়ে যাবে এমন এক দেশে, যেখানে যাবার স্বপ্ন সেই ছোট বেলা থেকে। ট্র্যাভেল ভ্লগিং দুনিয়ায় আসবার পর থেকে সুযোগ খুঁজছিলাম কবে যাওয়া যায়। অবশেষে আজ সেই সন্ধিক্ষণ।
এই দেশের সঙ্গে আমাদের মানে বাংলা ও বাঙালির নিবিড় যোগাযোগ, দেশটা গত পঞ্চাশ বছর ধরে যেভাবে ভুগেছে তা কল্পনাতীত, অথচ সত্তরের দশকে ছবিটা কিন্তু সম্পুর্ন আলাদাই ছিল।
সেই মহাভারতের সময় ছিল ভারতবর্ষেরই অংশ, বর্তমানে ভারতের প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতবর্ষের সখ্যতা সর্বজনবিদিত।
গত পরশু দিল্লিতে পা দিয়েই চলে গিয়েছিলাম এই দেশের দূতাবাস এ, ভিসা অ্যাপ্লিকেশন করার সময়তেই উষ্ণতার ছোঁয়া অনুভব করেছিলাম, গতকাল বিকেলে ভিসা পেয়ে টিকিট করলাম আজকের।
এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কোন দেশে যাচ্ছি, তাই না?
আমাদের ভিডিও কিন্তু এবার নিয়মিত আসতে থাকবে। তাতে ছেদ পড়বে না।
একটা কথা না বলে পারছি না, এই দেশ explore করতে যাচ্ছি একান্তই মনের টানে, অন্তরাত্মার টানে। নিয়মিত ছোট ছোট ভিডিও আর ছবি দিতে থাকব আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ এ, আপনাদের আশীর্বাদ আর শুভ কামনাই পাথেয়।

285 - 51

Explorer Shibaji
Posted 3 weeks ago

1.3K - 35

Explorer Shibaji
Posted 2 months ago

বাংলায় প্রথম আমরাই আয়োজন করতে চলেছি কৈলাশ মানস যাত্রা। এই বছর সেপ্টেম্বরে একটি গ্রুপ এর আয়োজন করা হচ্ছে আর আগামী বছর এপ্রিল এর শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর অব্দি প্রত্যেক মাসে অন্তত দুটি করে গ্রুপ যাত্রা করবে কৈলাস মানস সরোবর এ, প্রত্যেকটি গ্রুপ যাবে নেপাল হয়ে। পারমিট, ভিসা, সম্পূর্ণ আয়োজনের দায়িত্বে থাকছে Swapnodeep Tour & Trek, বিশদে জানার জন্য পোষ্টারের নম্বরে যোগাযোগ করতে পারেন।

3.8K - 190

Explorer Shibaji
Posted 2 months ago

এই চ্যানেলের কমিউনিটি সেকশন আজ থেকে খুলে দেওয়া হলো আপনাদের জন্য, এখানে এখন আপনারাও পোস্ট করতে পারবেন। আমাদের চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত, সাজেশন সেই সঙ্গে আপনাদের অভিজ্ঞতাও share করতে পারেন এখানে। আর হ্যাঁ, অবশ্যই গঠনমূলক সমালোচনাও। তবে অভদ্র, অসভ্য ভাষা প্রয়োগ থেকে বিরত থাকবেন, একান্ত অনুরোধ। আপনাদের দুর্দান্ত পোস্ট এর আশায় রইলাম।

1.1K - 146

Explorer Shibaji
Posted 2 months ago

এই চ্যানেলের কমিউনিটি সেকশন আজ থেকে খুলে দেওয়া হলো আপনাদের জন্য, এখানে এখন আপনারাও পোস্ট করতে পারবেন। আমাদের চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত, সাজেশন সেই সঙ্গে আপনাদের অভিজ্ঞতাও share করতে পারেন এখানে। আর হ্যাঁ, অবশ্যই গঠনমূলক সমালোচনাও। তবে অভদ্র, অসভ্য ভাষা প্রয়োগ থেকে বিরত থাকবেন, একান্ত অনুরোধ। আপনাদের দুর্দান্ত পোস্ট এর আশায় রইলাম।

1.1K - 119

Explorer Shibaji
Posted 2 months ago

1.6K - 83

Explorer Shibaji
Posted 3 months ago

Instagram এ Explorer Shibaji প্রোফাইলে ১ লক্ষ ফলোয়ার সম্পূর্ন হলো। আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে চান তাদের একান্ত অনুরোধ করব নিচের লিঙ্ক এ ক্লিক করে ফলো করতে পারেন।
www.instagram.com/explorer_shibaji?igsh=ejJtb3J6OT…

2.7K - 175

Explorer Shibaji
Posted 3 months ago

আহমেদাবাদ এ AirIndia AI171 এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত| আজ অনেক পরিবারের জীবনের গতিপথ বদলে গিয়েছে ওই কয়েক সেকেন্ড এ| নিহতদের আত্মার শান্তি প্রার্থনা করি| আহতরা সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি| এই ঘটনায় হতাহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই|

2.6K - 138

Explorer Shibaji
Posted 4 months ago

"If I am not wrong, you must be Explorer Shibaji?" Flight এর ককপিট এর পিছনেই যে টয়লেট থাকে তার সামনে অপেক্ষমান আমি খানিক অবাকই হলাম বটে।

ফ্লাইট তখন শ্রীনগর থেকে ল্যান্ড করেছে চন্ডিগড়, ৩০ মিনিটের সার্ভিস layover, প্লেন থেকে নামতে হবে না, একই ফ্লাইট ৩০ মিনিট পর উড়বে কলকাতার উদ্যেশ্যে। কিছু যাত্রী নেমে গেলেন চণ্ডীগড়, কিছু উঠলেন। সন্ধ্যে সাড়ে সাতটায় চণ্ডীগড় এ বেশ আলো।

নিজেকে হাল্কা করতে দাঁড়িয়ে ছিলাম লু এর লাইনে, মেয়ে, মা তারপর আমি। শ্রীনগর থেকে যে পাইলট নিয়ে এলেন, তিনি নেমে গিয়েছেন, নতুন যিনি এসেছেন তিনি ককপিট এর দরজায় খানিকটা হেলান দিয়ে আয়েশ করে কফি বা চা এ চুমুক দিচ্ছিলেন আর আমাকে গভীর ভাবে নিরীক্ষণ করছিলেন। চোখে চোখ পড়তেই, কফির কাপে চোখ নামিয়ে চুমুক দিলেন।

মেয়ে বেরিয়ে এলো, মা ঢুকলো, কফির কাপে চুমুক এর আওয়াজ, কিছু যাত্রীর শোরগোল, ব্যাগ তোলা, নামানোর আওয়াজ, এয়ারহস্টেস মেয়ে দুটির চাপা কথা আর হাসির মধ্যে শুনতে পেলাম সেই বাক্য "If I am not wrong, you must be Explorer Shibaji?"
বক্তা একটু অবাক, আমি বেশি অবাক, মাথা উপর নিচে নাড়িয়ে হাল্কা সম্মতি দিতেই আমাদের নতুন পাইলট পরিষ্কার বাংলায় বললেন, "আরেকজন কোথায়?" মুখ ঘুরিয়ে 2B সিট এর দিকে ইশারা করলাম, পৃথ্বী পড়ছিল, ডাকলাম, দুই জনের শুভেচ্ছা বিনিময় হলো।
হাত বাড়িয়ে এগিয়ে এলেন আমাদের পাইলট, করমর্দন পর্ব শেষ হতে বললেন "আমরা, মানে আমি আর আমার ছেলে আপনাদের ভিডিও খুব দেখি, you are doing a very good job". এর আগে আরেকটি ফ্লাইট এ, খুব সম্ভবত মনিপুর যাবার সময়, এয়ারহস্টেস রা আমাদের আলাদা করে সম্মান জানিয়েছিল, আপনাদের সঙ্গে share করেছিলাম সেই কথা, আর ছবি। এবার ফ্লাইট কমান্ডার স্বয়ং আমাদের গুণমুগ্ধ জেনে যারপরনাই খুশী, বেশ একটা গদগদ ভাব।
"আরে ভেতরে আসুন, আমার অফিসটা একবার দেখে যান", ডেকে নিলেন ককপিটে, এই প্রথম এইরকম বড় ফ্লাইট এর ককপিটে ঢুকলাম, ছোট্ট জায়গা, বোধহয় হাজার একটা সুইচ, বেশ জটিল একটা কন্ট্রোলিং সিস্টেম, সেটাই স্বাভাবিক, খুব স্বল্প কথায় বোঝালেন কিভাবে কাজ করে এই ব্যবস্থা। ছোট বেলায়, ফেলুদার কোনও এক গল্পে পড়েছিলাম, ফেলুদাকে পাইলট ককপিট এ ডেকে নিয়েছিলেন, যখন পড়েছিলাম তখন বোধহয় আমার বয়স ছিল ১৫-১৬, আজ ৫২ তে এসে একটা শিহরণ হলো, মনে হচ্ছিল, যে কাজ টা করে এত মানুষের মধ্যে এত পজিটিভিটি ছড়াতে পেরেছি, সেটা শুধুই বোধহয় টাকা কামানোর জন্য নয়, একটা মৃদু ভালোলাগা আচ্ছন্ন করেছিল আমার মনকে। একেই বোধহয় বলে, "job satisfaction"।
"একটা ছবি নিয়ে নিন, তবে আমাকে নেবেন না, ইউনিফর্ম এ আছি তো"। চট করে আইফোন বার করে বসে পড়ে ছবি তুলে নিলাম আপনাদের জন্য। এই সব ছোট ছোট ভালো লাগা, অভিজ্ঞতা, আমাদের চলার পথে যা সঞ্চয় করি, কোনো মনিমুক্তর থেকে কম কিছু নয়।
আপনাদের অনেকের সাথে এভাবেই দেখা হয়, কথা হয়, একই রকম ভাবে এক অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হই প্রত্যেকবার, কোথাও বার বার মনে হয়, নাহ, ক্লান্ত হওয়া চলবে না, এই ভালোলাগার স্বাদ হারাতে চাই না এত তাড়াতাড়ি। তাই চলবে, এবং চলতে থাকবে "এক্সপ্লোরার শিবাজী" তার আপন ছন্দে।
মাঝে মধ্যে সময় সুযোগ পেলেই এই রকম লিখব, ভাগ করে নেব আমাদের চলার অভিজ্ঞতা আপনাদের সাথে।

5.2K - 447

Explorer Shibaji
Posted 4 months ago

অনিবার্য কারণ বশত: আজ দশম তথা অন্তিম ধাঁধা প্রকাশিত হল না। আগামীকাল মানে 6th June, 2025 রাত ঠিক 9 pm এ বসবে 'ধাঁধার আসর।

435 - 39