History of Murshidabad

11 videos • 1,074 views • by Manas Bangla একসময় বাংলা, বিহার, উড়িয্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ১৭০৪ খ্রীষ্টাব্দে দেওয়ান মুর্শিদকুলি খাঁ ঢাকা বাঁ তৎকালীন জাহাঙ্গীর নগর থেকে রাজধানী মকসুদাবাদে বা বর্তমান মুর্শিদাবাদে স্তানান্তরিত করেন । ১৭১৭ স্বীষ্টাব্দে মুর্শিদকুলী খাঁ সুবাদার হলে মুর্শিদাবাদ সুবা বাংলার রাজধানী হয়। রাজধানী মুর্শিদাবাদের নাম থেকেই বর্তমান জেলাটির পরিচিত হয় মুর্শিদাবাদ নামে। মুর্শিদাবাদ জেলাটির বয়সও বেশী নয়। ১৮৭৯ স্বীষ্টাব্দে মুর্শিদাবাদ জেলা বর্তমান রূপ পেয়েছে। তার আগে এই ভূখণ্ডের অঞ্চলগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিল। এর আকার এবং আয়তনও যুগে যুগে পরিবর্তিত হয়েছে। মুর্শিদাবাদ নামক এই ভূ-খন্ডের ইতিহাস কিন্তু যেমন আকর্ষণীয় তেমনই গৌরবের। অখণ্ড বাংলার অন্যতম ইতিহাস-সমৃদ্ধ জেলা এই মুর্শিদাবাদ। প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে আঠার শতকের শেষ পর্যন্ত বাংলার ইতিহাসের প্রায় প্রত্যেকটি অধ্যায়ের চিহ্ন এই মুর্শিদাবাদের মাটিতে রয়ে গিয়েছে। একদিন বাংলার প্রথম গৌরবময় গৌড়রাজ্য এই অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আবার এগারশ বছর পরে এই মুর্শিদাবাদেই বাংলা তথা ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়।