Hirajheel Palace

11 videos • 972 views • by Manas Bangla মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পাড়, যেখানে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থান। কিছু আছে যত্নে তো কিছু আছে অযত্নে। আর এই পশ্চিম পাড়ের একদিকে যেমন আছে বাংলার নবাব সিরাজুদ্দৌলার সমাধি ক্ষেত্র ঠিক তেমনই আরেকদিকে আছে তার সাধের হীরাঝিল প্রাসাদ। যা আজ অযত্নে অবহেলায় লুপ্তপ্রায়, প্রতিদিন ভাগীরথীর করাল গ্রাস তাকে একটু একটু করে লুপ্ত করে চলেছে । মাঝে মাঝে কিছু কৌতুহলী মানুষের আগমন ঘটলেও এই প্রাসাদের জঞ্জাল সরিয়ে জনসম্মুখে আনার প্রয়াস তেমন ভাবে কোনোও দিন দেখা যায়নি কখনো। তবে এতোদিন পর হীরাঝিলের সুদিন হয়তো ফিরে আসতে চলেছে। হীরাঝিল বাঁচাতে এগিয়ে এসেছে মুর্শিদাবাদের মানুষ, গড়ে উঠেছে হীরাঝিল বাঁচাও কমিটি। এলাকার মানুষ একত্রিত হয়ে ঝাপিয়ে পড়েছে নবাব সিরাজুদ্দৌলার সাধের হীরাঝিল প্রাসাদের সংরক্ষণের দাবিতে। শুধু এপার বাংলা নয় এই আন্দোলনে সামিল হয়েছেন বাংলাদেশের খুলনাতে বসবাসকারী নবাব সিরাজুদ্দৌলার বংশধরেরাও।