অমরনাথ যাত্রা ( Amarnath Yatra)
13 videos • 4,487 views • by Travel with Swapno হিন্দুর্মের অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই বার্ষিক তীর্থযাত্রায় প্রতি বছর ভক্তদের ঢল নামে। ২০২২ সালে ৩০ জুন থেকে শুরু হয়ে ১১ অগাস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। বাবা বরফানি (Barfani Baba)-কে চাক্ষুস করার জন্য এই যাত্রায় নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। তীর্থযাত্রীদের জন্য একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সরকার। ১৪ বছর আগে আমিও এ পথে যাত্রা করে শারীরিক কারনে আনফিট হয়ে যাত্রা অসমাপ্ত রেখে ফিরে আসি। এ বছর আবার যাত্রা করেছি। এবছর অমরনাথে বিপর্যয়ের পর প্রথম যাত্রাতেই সামিল ছিলাম। প্রতি বছর শীতে গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে বরফ জমে তৈরি হয় এই শিবলিঙ্গ। বরফ দিয়ে এই শিবলিঙ্গ গঠিত বলে একে বাবা বরফানি বলা হয়ে থাকে। হিন্দুদের কাছে মহাদেবের অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথ। শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত অমরনাথ। সমুদ্রতল থেকে ৩৮৮০ মিটার উঁচুতে অবস্থিত।