বসন্তে পুরুলিয়া || Purulia in Spring

7 videos • 244 views • by Travel with Swapno শীতের শেষে যখন জঙ্গলে পাতা ঝরে যায়। মাটি ঢাকা পড়ে যায় পত্ররাজির শবদেহে। গাছের নিচে মাটি থেকে উঠে আসে হাহাকার। জঙ্গলে কান পাতলে শোনা যায় গাছেদের বিলাপ ক্রন্দন। ঠিক এই সময় কচি পাতার আগমন বার্তা জানিয়ে দূর থেকে ভেসে আসে কোকিলের ডাক। গাছে গাছে জেগে ওঠে আলোড়ন। জঙ্গলে খেলে যায় উৎসবের আমেজ। ফুটে ওঠে শিমুল পলাশ। গাছেদের আমন্ত্রন বার্তা পৌঁছে যায় দিকে দিকে “ ওরে আয়, কে কোথায় আছিস, দেখে যা।“ এ বার্তা পৌঁছে যায় আমার কানেও। আর তার পরেই তড়িঘড়ি ছুটে যাই পুরুলিয়ার জঙ্গলে পলাশের খোঁজে। গিয়ে দেখি বসন্ত আজ জাগ্রত দ্বারে। প্রকৃতি পুরুলিয়ায় বসন্ত উপুড় করে দিয়েছে। সেজে উঠেছে জঙ্গল। গাছে গাছে পলাশের আগুন। সেই আগুনে নিজেকে উষ্ণ করতে ছুটে বেড়িয়েছি পুরুলিয়ায়। গাছেদের মাঝে উজাড় করে দিয়েছি নিজেকে। কখনো ঘুরেছি জঙ্গলে কখনো ট্রেক করে উঠেছি পাহাড়ে। সব দেখাবো আপনাদের। চ্যানেলে চোখ রাখুন। কথা দিচ্ছি মনে পুলক ও শরীরে শিহরণ জাগবে আপনার। এর আগে আপনাদের হেমন্তে এবং বর্ষায় পুরুলিয়া ঘুরিয়ে দেখিয়েছিলাম। এবার দেখাবো বসন্তে পুরুলিয়া, যা মুগ্ধ করবে আপনাদের। দেখুন প্লেলিস্টের সবকটি ভিডিও।