পুরী ভ্রমণ (Puri tour)

8 videos • 827 views • by Travel with Swapno আপামোর বাঙালীর সব থেকে আপন জায়গা ও সব থেকে পছন্দের জায়গা দিপুদা। অর্থাৎ দীঘা, পুরী ও দার্জিলিং। ছোটখাট কোন ছুটি পেলেই বাঙালী ছুটে যায় এই তিনটে জায়গার কোন এক জায়গায়। অপেক্ষাকৃত কম খরচে কম সময়ে দীপুদা একদম আদর্শ ভ্রমণের জায়গা। বাঙালী পুরী বলতে বোঝে সমুদ্র, জগন্নাথ মন্দির, মাসি বাড়ি পিসি বাড়ি ও আরো দু একটা স্পট। তার পরেই চলে যায় চিল্কা ও কোনারক অর্থাৎ ভুবনেশ্বে ভ্রমণে। ইউটিউবে বাংলা ট্র্যাভেল ভিডিওতেও এর বেশি কিছুই পাওয়া যায় না। খুব কম বাঙালীই পুরীর মধ্যে সমস্ত দ্রষ্টব্য স্থান সম্পর্কে জানেন। তাই আমি সমগ্র পুরী ভ্রমণ সিরিজে আপনাদের পুরী শহরের অলিগলি ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের পুরী ঘোরাবো ও পুরী চেনাবো। এভাবে আগে আপনাকে কেউ দেখায়নি কখনো। দেখতে থাকুন পুরো সিরিজটা।