খালিদ বিন ওয়ালিদ (অডিও বুক)

29 videos • 30,647 views • by Islamic Video Bangla ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)। যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপারপাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারতো যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা, সব কিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল (স.) তাঁর উপাধী দিয়েছিলেন, সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। পাকিস্তানের প্রখ্যাত সামরিক গবেষক এ আই আকরাম রচিত “সোর্ড অব আল্লাহ” বই অনুসারে মহাবীর খালিদের জীবনকাহিনী ধারাবাহিকভাবে তুলে ধরছি আমরা। রমজান মাসজুড়ে ত্রিশখণ্ডে প্রচারিত খালিদ বিন ওয়ালিদের সম্পূর্ণ জীবন কাহিনী দেখতে ভিজিট করুন Islamic Video Bangla’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।