মোহাম্মদ বিন কাসিম (অডিও বুক)
21 videos • 7,012 views • by Islamic Video Bangla মোহাম্মদ বিন কাসিম: ইসলামের ইতিহাসের স্পাইডারম্যান স্কুলছাত্র পিটার পার্কার, বিশেষ প্রজাতির মাকড়শার কামড়ে পেয়ে যায় অতিমানবীয় ক্ষমতা। আর এই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে লড়াই শুরু করে সকল অপশক্তির বিরুদ্ধে। কমিক সিরিজের কল্পিত এই চরিত্র স্পাইডার ম্যান তথা পিটার পার্কারের গল্প আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একজন যোদ্ধা রয়েছেন যিনি পিটার পার্কারের মতোই মাত্র ১৭ বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে? ভারতবর্ষের সিন্ধুরাজ্যে হাজার বছর ধরে নিপীড়িত মানুষ মুক্তির স্বাদ পেয়েছিল বাস্তবের এই স্পাইডারম্যানের আগমনে। আর তারা তাঁকে বসিয়েছিল দেবতার আসনে। এই মহান যোদ্ধার নাম, মুহাম্মদ বিন কাসিম। ১৭ বছর বয়সী এই মুসলিম সেনাপতির সম্পূর্ণ জীবনী জানতে দেখুন নসীম হিযাজীর উপন্যাস অবলম্বনে আমাদের প্রচারিত এই ধারাবাহিক আয়োজনের প্রতিটি পর্ব।