শাইখ মতিউর রহমান মাদানী। Shaikh Matiur Rahman Madani

559 videos • 31 views • by Islam World Sahid মতীউর রহমান মাদানী শায়িখ মতিউর রহমান মাদানী বর্তমান যুগের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন এবং নির্ভীক বক্তা। তিনি কুরআন সুন্নাহের আলোকে সমাজে ইসলামের নামে প্রচলিত শিরক বিদআত, কুসংস্কারের বিরুদ্ধে দলিল ভিত্তিক জোরালো বক্তব্যের জন্য প্রসিদ্ধ। ইসলামের প্রায় সকল গুরুত্বপুর্ন শাখায় তার বাংলা বক্তব্য পাওয়া যায়। আমরা এমন এক সময় এসে পড়েছি যে একাক জন বক্তার একাক রকম মন্তব্য তাই আমি মনে করি যদি কোন দ্বীনি ভাই-বোন শায়িখ মতিউর রহমান মাদানীর কথা শোনে তবে কেউ কোন সামসসাই পড়বে না। মতীউর রহমান মাদানীর শিক্ষাগত যোগ্যতাঃ তিনি তার মাধ্যমিক স্তর “ইসলাহুল মুসলিমীন” মাদ্রাসায় (ভাদু, মালদহ) সম্পন্ন করেন। অত:পর “জামিয়া সালাফিয়া” (বেনারস, উত্তর প্রদেশ) হতে উচ্চতর শিক্ষা অর্জন করেন। তিনি তার সন্মান পর্ব হাদিসের উপর করেন ইসলামিক ইউনিভার্সিটি (Islamic University), মদিনা হতে। আর অন্য বক্তাদের মতো মতীউর রহমান মাদানীরর কোন দলিল ছাড়া কথা পাওয়াই জানে না যেটা রাসুলুল্লাহ (সাঃ) তার হাদিস এ বলে জান্নি। মতীউর রহমান মাদানীর শিক্ষাদানের অভিজ্ঞতাঃ তিনি প্রায় সাত বছরকাল জামিয়াত-উল-ইমাম আল বুখারী (কিশানগন্জ, বিহার) প্রতিষ্ঠঅনে শিক্ষকতা করেন। মতীউর রহমান মাদানীর শিক্ষাদানের আরও অনেক পথ থাকত যদি সে অনন্যা ইস্কলারদের মতো নিজে কোন প্রতিষ্ঠান করতেন।