Channel Avatar

Bengal Drawing School @UCc-9b-IB0VkRL934h5QuEZw@youtube.com

7 subscribers

স্বাগতম "Bangal drwing school" এ,,,,, সবাইকে অনেক অনেক শ


About

স্বাগতম "Bangal drwing school" এ,,,,, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ! এই channel এ ছোট্ট সোনামনিদের জন্য থাকছে , অনেক রঙিন রঙিন অঙ্কন। অঙ্কনের সঙ্গে থাকছে, nursery ছড়া, শিক্ষামূলক ভিডিও ও গান । যেমন- পাখি, ফল, ফুল, প্রজাপতি, ঘর-বাড়ি, যানবাহন, গাছ, নদী, সাগর, পাহাড়, পর্বত,প্রকৃতি, মানুষ, সৌরজগৎ এবং scenery এর সুন্দর, আকর্ষণীয় ও কার্টুন ছবি।

যখন মানুষ বন্য পশুর মতো ঘুরে বেড়াত, না ছিল তাদের ঘর বাড়ি, না ছিল তাদের পোশাক, তারা গুহায় পাথরের গায়ে ছবি আঁকত। চিত্র থেকেই সৃষ্টি হয়েছে লিপির। চিত্রের মাধ্যমেই একে অপরের কাছে আত্মপ্রকাশ করেছে।

প্রত্যেক শিশু বর্ণমালা পরিচয়ের সাথে সাথে, চিত্রের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতে চায়। শিশুর সুস্থ স্বাভাবিক মন গড়ে তোলার ক্ষেত্রে কারু ও চারু শিল্পের গুরুত্ব অপরিসীম। শিশুর মনে অনেক কল্পনার ভাষা লুকিয়ে থাকে। তারা সেই ভাষাকে ছবির মধ্যে দিয়ে প্রকাশ করতে চায়। বাল্যকাল থেকে শিশুর অন্তর্নিহিত গুণগুলি বিকশিত হলে পরবর্তী জীবনে সে সম্পূর্ণ আদর্শবান মানুষ হতে পারে। সর্বদিক থেকে শিশুর মনের ভাষাকে যোগান দেওয়ার দায়িত্ব আমাদের সকলেরই।
ধন্যবাদ