আসাদুজ্জামান ফুয়াদের জন্ম খুলনার খালিশপুরে; গ্রামের বাড়ী বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক ভুঁইয়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯ম সেক্টরের বেইজ কমান্ডার ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বাম-রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। মা একজন গৃহিণী।
তিনি মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন গবর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল থেকে আর এইচ এস সি/উচ্চ মাধ্যমিক পড়েছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজে।পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়র আইন বিভাগে যেখানে তিনি দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ে লন্ডনে চলে যান উচ্চ শিক্ষার জন্য। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করেন। বার ভকেশনাল কোর্স করেন কলেজ অফ ল থেকে ২০০৮ সালে। একই বছর ব্যারিস্টার-এট-ল হিসেবে অনারেবল সোসাইটি অফ মিডল ট্যাম্পলে অন্তর্ভুক্ত হন।
জন আকাঙ্খার বাংলাদেশ’র সাথে সম্পৃক্ত নভেম্বর, ২০১৯ সাল থেকে। বর্তমানে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)'র, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
16 December 2023