Channel Avatar

ROHAN BHAI @UC89bmjM6BM1K35Je4vlp4ww@youtube.com

5.6K subscribers

"আমি একজন ইউটিউবার, ফানি ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও বানাই।


About

"আমি একজন ইউটিউবার,
ফানি ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও বানাই। আমার ভিডিওগুলো দেখলে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি অনুপ্রাণিত হবেন। ভালো লাগলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন!"✅



বন্ধুরা আপনাদের ভালো বাসায় আমি আজ সফলতার অনেক কাছে চলে এসেছি,সবার মতো আমারো একটা স্বপ্ন যে আমি একজন উইটুবার হবো , কিন্তু বন্ধুরা ফেমীলি থেকে অনেক কথা শুনতে হয় যে এতো ভিডিও করে কি হবে জিবনে কিছু করতে পারবি না , এইসব শুনার পর মোনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু আমি যখন উইটুবে ভিডিও ছারি আর দেখি যে আমার ভিডিওতে,১ হাজার ২ হাজার ভিউ হয় তখন মনটা ভালো হয়ে যায় । ১ হাজার ২ হাজার ভিউ কম তার পর ও আমার কাছে সে গুলো অনেক।❤️



বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের বিনিদোন দেয়ার জন্য, তোমরা এই ভাবে আমার পাশে থেকো।


সফলতা অর্জন করতে পারলে আমার জিবনে ঘটে যাওয়া সব গল্প একদিন সবাইকে বলবো ইনশাআল্লাহ ❤️
সেই পর্যন্ত আল্লাহ সবাইকে হায়াত দিন।


আমার ইউটিউব চ্যানেল শুধু মনিটাইজ হওয়ার অপেক্ষায় আছি।
আসা করি তোমাদের ও আল্লাহর রহমতে একদিন আমি সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ।❤️


( ১ ) সুবাহানাল্লাহ ( ২ ) আলহামদুলিল্লাহ