বঙ্গ স্কেল টেকনোলোজি , পুরো বাংলাদেশের স্কেল ব্যবসা গুলোকে ডিজিটাল ব্যবসায় রূপান্তরের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গ স্কেল টেকনোলজির কর্ণধার মুহাম্মদ শরিফুজ্জামান সুমন।
মূলত স্কেল ব্যবসা চালানোর একটি অল-ইন-ওয়ান সফটওয়্যার যা দিয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসা চালাতে যা যা করা প্রয়োজন, সবই করতে পারবেন। ব্যবসায়ের প্রতিদিনের গাড়ী ওজনের হিসাব, মাসিক গাড়ী ওজনের হিসাব , বৎসরিক গাড়ী ওজনের হিসাব, নিজের ইচ্ছা মত স্কেল কপি ডিজাইন সেট করতে পারবেন। বাংলা মণ কেজি সহ স্কেল কপি প্রিন্ট করা সুবিধা সহ সব কিছুই সম্ভব এই এক সফটওয়্যার এর মাধ্যমে। এমনকি বাংলা ও ইংরাজী দুইটি ভার্সনে ব্যাবহার করতে পারবেন।
সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছু। সফটওয়্যার ইন্টারফেস থেকে শুরু করে ফিচার, অনেক কিছুতেই এসেছে অনেক পরিবর্তন। কিন্তু যে উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু, তা এখনও অব্যাহত রয়েছে। বঙ্গ স্কেল টেকনোলজি এর অন্য সকল প্রয়াসগুলোর মধ্য দিয়ে একটি বিজনেস ইকোসিস্টেম গঠনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বড় ও ছোট সকল স্কেল ব্যবসাই এগিয়ে যেতে পারবে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সার্বিক সমৃদ্ধির দিকে।
Joined 18 July 2021